সাপাহারে ইটবাহী ট্রলির সাথে ধাক্কা লেগে শিশু নিহত!


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইটবাহী ট্রলির সাথে ধাক্কা লেগে তাহুদা খাতুন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলাদীপুর (বাদ চহেড়া) গ্রামে।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আলাদীপুর (বাদচহেড়া) গ্রামের শাওনের মেয়ে তাহুদা (৪) রাস্তায় খেলা করছিলো। এমতাবস্থায় নিতপুর থেকে দিঘীরহাটে ছেড়ে আসা একটি ইটবাহী ট্রলির সাথে শিশুটির ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই ওই চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।

 

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ব্যাপারটি নিয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।