সাপাহারে ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ভারতীয় ফেনসিডিল সহ শাহিন বাবু (২৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক শাহিন বাবু উপজেলার রামরাম পুর গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (এসআই) মুকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামরামপুর গ্রামে অভিযান চালায়। এসময় শাহিন বাবুকে তার নিজ বাড়ী হতে ১৩ বোতল ফেনসিডিল সহ আটক করে পুলিশ।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে পরদিন বুধবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।