সাপাহারে বৃদ্ধের দ্বারা বাকপ্রতিবন্ধীর শ্লীলতা হানির অভিযোগ


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক বাকপ্রতিবন্ধী মেয়ে (১৯) এর শ্লীলতা হানির অভিযোগ উঠেছে আনিসুর রহমান (৬২) নামে এক বৃদ্ধের নামে। এঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছে ওই প্রতিবন্ধীর পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়মির্জাপুর মাদ্রাসাপাড়া গ্রামে। সরেজমিনে এলাকাবাসী ও ভিকটিমের পরিবারের সাথে কথা হলে তারা জানান, গত রবিবার (১৩ মার্চ) দুপুরে ওই বাক প্রতিবন্ধীর মা অন্য পাড়ায় এনজিওর কিস্তি দেওয়ার জন্য যায়। বাড়ী ফিরতে দেরী হলে বাক প্রতিবন্ধী মেয়ে তার মাকে ডাকার জন্য যায়।

বাড়ী হতে ২০০গজ দূরে আমবাগানের মধ্যে দিয়ে যাবার পথিমধ্যে বৃদ্ধ আনিসুর গাছের আড়াল থেকে বের হয়ে পেছন থেকে ভিকটিমকে অসৎ উদ্দেশ্যে ঝাপটিয়ে ধরে। এসময় বোবা মেয়ে ডাকচিৎকার শুরু করে। চিৎকার শুনে কেউ এগিয়ে না আসায় ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে প্রাণপনে দৌড়ে কাঁদতে কাঁদতে বাড়ী ফিরে আসে। পরে তার মা বাড়ীতে আসলে ইশারায় সবকিছু খুলে বলে।

এঘটনায় বোবা মেয়েকে নিয়ে তার মা অভিযুক্ত আনিসুর রহমানের বাড়ীতে যায়। এতে করে ক্ষিপ্ত হয়ে ভিকটিমের মাকে নানারকম হুমকি প্রদান করে। পরে বাধ্য হয়ে বুধবার সন্ধ্যায় ভিকটিমের পরিবার সাপাহার থানায় একটি মালা দায়ের করেন। অভিযুক্ত আনিসুর রহমান উপজেলার বড়মির্জাপুর গ্রামের মৃত জফিরউদ্দীনের পুত্র বলে জানা গেছে।

উপজেলার বড়মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম সহ এলাকাবাসীরা বলেন, এর আগেও বৃদ্ধ আনিসুর রহমান এধরণের বেশ কিছু ঘটনা ঘটিয়েছে। যা গ্রাম্য শালিসের মধ্যে দিয়ে মিমংসা করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে ও বাড়িতে পাওয়া যায়নি।

এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এই সংক্রান্ত বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।