সাপাহারে ব্যক্তি উদ্যেগে কম্বল বিতরণ


মনিরুল ইসলাম, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ব্যক্তি উদ্যেগে গরীব , অসহায় ও দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার করলডাঙ্গা রেজিষ্ট্রি পাড়ায় মন্ডল চেয়ার হাউসের পক্ষ থেকে শতাধিক কম্বল বিতরণ করেন সদর ইউনিয়ন আ’লীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি ও মন্ডল চেয়ার হাউসের চেয়ারম্যান মজিবর রহমান মন্ডল। এলাকার শতাধিক অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের চেয়ারম্যান আবু তাহের, করলডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার ব্যাবস্থাপনা কমিটির সাধারণ
সম্পাদক এবিএম রায়হান, মির্জাপুর জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম খাজা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মজিবর রহমান মন্ডল বলেন, “আমার অসহায় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিজ উদ্যেগে কম্বল বিতরণ করেছি। এ ধারা অব্যহত থাকবে বলে মনে করছি”।