সাপাহারে সরিষাভাঙ্গা মেশিনের ফিতার সাথে জড়িয়ে যুবকের মৃত্যু


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সরিষা ভাঙ্গতে গিয়ে মেশিনের ফিতার সাথে জড়িয়ে আইনুল হক (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খোট্টাপাড়া মোড়ে। নিহত আইনুল উপজেলার খোট্টাপাড়া কয়েন্দা গ্রামের মৃত ওজর আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, উপজেলার খোট্টাপাড়া মোড়ে নিজের মালিকানাধীন সরিষা ভাঙ্গা মেশিনটি চালু করেন আইনুল হক। পরে মেশিনের ফিতা ডিঙ্গিয়ে অপরপ্রান্তে যাওয়ার পথে মেশিনের ফিতায় লুঙ্গী আটকে গিয়ে তাৎক্ষণিক ভাবে তার দুই হাত ও বাম পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।  এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।