সাপাহার মডেল মসজিদের শুভ উদ্বোধন


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধনের অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সাড়ে দশটার দিকে ধর্মবিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে মডেল মসজিদ প্রাঙ্গনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাষ্টার সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।