সাপাহার লোড পয়েন্ট অফিসের ত্রি বার্ষিক নির্বাচন সভাপতি রহমান, সম্পাদক মাইনদ্দীন


মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: অবশেষে সকল জল্পনা-কল্পনার পরিসমাপ্তি ঘটিয়ে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো সাপাহার লোড পয়েন্ট অফিসের ত্রি-বার্ষিক নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান চৌধুরীর তত্বাবধানে ৩১ মার্চে সুষ্ঠ ও সুশৃংখল ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আব্দুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মহরম হোসেনকে ৭৮ ভোটে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনদ্দীন।

৩১ মার্চ সারাদিন ভোট গ্রহন শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এসময় সভাপতি পদে মোট ভোটার সংখ্যা ১,২২৭ জনের মধ্যে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন ১,১৪১জন ভোটার। এর মধ্যে আব্দুর রহমান ভোট পান ৬০০টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মহরম হোসেন ভোট পান ৫২২টি।

 

এর মধ্যে ভোট নষ্ট হয় ৯টি এবং হারানো ১টি। এছাড়া গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলো সহ-সভাপতি শামসুল , সহ সভাপতি গোলাম মোস্তফা গোলাপ, সাধারণ সম্পাদক মাইনদ্দীন, সাংগঠনিক সম্পাদক বাবলু, সহ সাধারণ সম্পাদক মীর আলম সহ আরো বেশ কিছু পদে নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

সাপাহার লোড পয়েন্ট অফিসে আব্দুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা।