বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা কবলিত এলাকার গৃহহীন ২৬ টি পরিবার সহ সর্বমোট ১৪০টি পরিবারকে স্থানীয় সাংসদের নিজস্ব উদ্যোগে শুকনা খাবার, বাসনপত্র, শাড়ী বিরতণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সেগুলো পেয়ে খুশি হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিববার।
শুক্রবার সকালে উপজেলার কামালুপুর ইউনিয়নের ইছামাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহহীন ২৬ টি পরিবারকে শুকনা খাবার হিসেবে ৫ কেজি চিড়া, ১ কেজি গুড়, রান্নার কাজের সুবিধার্থে ২টি পাতিল, ২টি ঢাকনা, গামলা, জগ, পেয়ালা, শাড়ী, কম্বল সহ আরও ১১৪টি পানিবন্দী পরিবারের হগাতে এসব তুলেদেন বগুড়া-০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এর আগে প্রধান অতিথি বন্যা কবলিত এলাকা পরিবদর্শন করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত লোকদের আশ্বস্ত করে বলেন, বন্যা মোকাবেলায় স্থানীয় সাংসদসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সদা প্রস্তুত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিও) ছাইফুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা কৃষকলীগের সভাপতি ছাইফুল ইসলাম দুখু, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য মামুন, উপজেলা ছাত্রলীগের সাংগটনিক সম্পাদক মাহফুজ রহমান প্রমুখ।