নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে মহানগরীর সিএন্ডবি মোড়ে নির্মাণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। সিএন্ডবি মোড়ে নির্ধারিত স্থানে নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে।
বৃহস্পতিবার বিকেলে ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র মহোদয় কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।