
পরবর্তীতে পুলিশ কমিশনার রাজশাহী কোর্টের বিভিন্ন সেরেস্তা-সহ মালখানা ও হাজতখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জাহিদুল ইসলাম, পিপিএম পুলিশ কমিশনারকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক,বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম , আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।