সিনেমা শিল্পকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জেলা-উপজেলায় সিনেপ্লেক্স গড়ে তোলা হবে। এ জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সিনেমা শিল্প অ্যানালগ রয়ে গিয়েছিল। সেটাকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, তিনি জেলা-উপজেলা পর্যায়ে বিনোদনের মাধ্যম হিসেবে জনগণকে সিনেমা দেখাতে চান। এ জন্য তিনি জেলা-উপজেলায় সিনেপ্লেক্স নির্মাণ করতে চান।
সিনেমার মাধ্যমে মানুষকে বিনোদনের পাশাপাশি সমাজ সংস্কারে, শিক্ষাদান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
১৯৯৬ সালের সরকারে থাকার সময় সিনেমা শিল্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
শিল্পীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃদ্ধকালে অনেক শিল্পীর অবস্থা করুণ হয়ে পড়ে। তাই শিল্পী, কলাকুশলীদের ট্রাস্ট করে দেওয়া হয়েছে। বিত্তবানদের এই ফান্ডে সাহায্য করার আহ্বান জানান তিনি।