
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সকাল ৩টায় বিদ্যালয় মাঠে ৮মও ১০ম শ্রেণির মধ্যে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এএম আছাদুজ্জামান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূরে আলম আকন্দ দুলাল, শাহাদত হোসেন শাহান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম শেখ, ব্যবসায়ী মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, হান্নান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামূলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, নুরুল ইসলাম টেক্কা।
এসময় সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ তালুকদার সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাববকগণ খেলায় উপস্থিত ছিলেন।
খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ও রুবেল।