সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে আরও ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২৮ জন।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে তিনজন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। সেখানে চিকিৎসকরা তাদের নিয়মিত পরামর্শ ও সেবা দিচ্ছেন।