
এর দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত।
তিনি তার অফিসের উৎপাদন মূখী ছাদ বাগানে ফল, ফুল এবং বিদেশি বিরল প্রজাতির গাছ লাগিয়েছেন। ছাদের ওপর সূর্যডিম, রেড পালমার, ব্রুনাই আম, সবুজ আপেল, ত্বীণ ফল, আঙ্গুরগাছ, তেঁতুল গাছ,মাল্টা সহ প্রায় ৫০ প্রজাতির শতাধিক গাছ নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসে গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন ছাদ বাগান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত বলেন,আমাদের ফল ও ফুলের চাহিদা মেটাতে অসামান্য অবদান রাখার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছাদকৃষি।
আমরা ছাদের যেকোন ফাঁকা জায়গা ভরার চেষ্টা করছি। ছাদের ফাঁকা জায়গা গুলো উত্তম পরিচিতির মাধ্যমে উৎপাদন মূখী করা। একই সাথে বাড়তি ফসল পাওয়া এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। ছাদ বাগান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।