সিরাজগঞ্জে মসজিদ উন্নয়নের কাজে ৮০ হাজার টাকা দিলেন- হাজী আব্দুর সাত্তার


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ  সদর উপজেলার মেছড়া ইউনিয়নে  শুড়ি পুরাতন ও  নতুন জামে মসজিদ এবং বেতুয়া এবং বেতুয়া পুব পাড়া  ৪টি মসজিদ  উন্নয়নের কাজে নগদ  ৮০ হাজার  টাকা   দিলেন হাজী আব্দুর সাত্তার।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সিরাজঞ্জের পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাটে
অবস্থিত সততা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে মেছড়া ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি শেখ মামুন হাতে নগদ ৮০ হাজার টাকা  তুলে দেন।
সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। সম্পদ পৃথিবীতে রেখে চলে যেতে হবে।
তাই মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করলো। তাই সকলের সাধ্যমতো বেশি থেকে বেশি মসজিদ নির্মাণ ও সংস্কারে জান-মাল দিয়ে সহায়তা করা দরকার ।