সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কয়েকদিন প্রচন্ড দাবদাহ ও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং চলছে। লোডশেডিংয়ে জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে নেসকো ও পল্লী বিদ্যুৎ এর বিদ্যুৎ সরবরাহে এ ভেলকিবাজি চলছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে কয়েকদিন ধরে ঘনঘন লোডশেডিং ও প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে । দিনে রাতে এ লোডশেডিংয়ে জেলা উপজেলা শহরসহ গ্রামঞ্চলের শিশু ও বৃদ্ধ মানুষ অসহ্য হয়ে পড়েছে।
মধ্যরাতের লোডশেডিংয়ে শিশুদের কান্নারও রোল পড়ে যায় এ প্রচন্ড গরমে। গরম থেতে বাঁচতে শহর গ্রামের মানুষ পাখা কিনতে দোকান গুলিতে ভীড় করে পাখা কিনছে । প্রতিটি পাখা বিক্রী হচ্ছে ৩০/৪০ টাকা । ক্রেতা সূত্রে জানা গেছে পাখার চাহিদা বৃদ্ধির ফলে ব্যাবসায়ীরা পাকার দামও বৃদ্ধি করেছে । শহরের দোকান গুলিতে প্রতিদিনই পাখা ক্রেতার ভীর দেখা যাচ্ছে ।
সিরাজগঞ্জ শহরে পাখা কিনতে আসা আসমা বেগম, শাহিদা বেগম, আনোয়ার হোসেন জানন গত কিছু দিন ধরে বিদ্যুতের লোড শেডিং জনজীবন অতিষ্ট হয়ে পরেছে । বিদ্যুৎ একবার গেলে দীর্ঘ সময় আর বিদ্যুৎ আসেনা । উপায়অন্ত না দেখে পাখা কিনতে এসেছি । এব্যপারে সিরাজগঞ্জ শহরের পাখা বিক্রেতা হাসান আলী জানান কিছু দিন ধরে পাখার চাহিদা বেড়েছে । ফলে আমাদের ব্যাবসা ভাল হচ্ছে ।