সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মেটেবিয়া মেডিকায় ঔষধের লক্ষণ গুরুত্ব বুঝার জন্য দিন ব্যাপী রেপার্টরী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ডিসেম্বর) সকালে শহরের ৩ নং ক্রাস বাঁধে লাকী ফার্মেসী আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডাঃ মোঃ আমজাদ হোসেন লাকী এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আহাম্মদ হোসেন ফারুকী বি.এইচ.এম.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)।বিশেষ আলোচক হিসেবে ছিলেন ডা.এস এম শাকিল হোসেন।
প্রধান আলোচক ডাক্তারদের উদ্দেশ্যে রেপার্টি কেনো পড়বো?, রেপার্টরীর সংজ্ঞা,রুবিক, প্রধান রুবিক পরিচয় এবং সজ্জাক্রম, সাব- রুবিকের পরিচয় ও সজ্জাক্রম,
প্রধান রুব্রিক সাজানো উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রধান আলোচক ডাক্তারদের উদ্দেশ্যে রেপার্টি কেনো পড়বো?, রেপার্টরীর সংজ্ঞা,রুবিক, প্রধান রুবিক পরিচয় এবং সজ্জাক্রম, সাব- রুবিকের পরিচয় ও সজ্জাক্রম,
প্রধান রুব্রিক সাজানো উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কর্মশালায় মোতাহার হোসেন হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডাঃ মোঃ সোহেল রানা, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি ও ডাঃ মোহাম্মদ নাজমুল হোসেন,
প্রগতির হোমিও ল্যাবরেটরিজ সিরাজগঞ্জ মার্কেটিং এরিয়ার ম্যানেজার হুমায়ন কবির, ডাঃ মোঃ আব্দুল আলিম শেখ সহ সিরাজগঞ্জ জেলার হোমিওপ্যাথিক ডাক্তার গণ অংশ গ্রহণ করেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রগতি হোমিও ল্যাবটরী। ২০০ জন ডাক্তার গণের মধ্যে প্যাড,কলম,প্রডাক্ট লিস্ট তুলেন দেন সিরাজগঞ্জ মার্কেটিং এরিয়া ম্যানেজার হুমায়ন কবির ও মেডিকেল প্রমোশন অফিসার বুলবুল ইসলাম।