‘সুন্দর’ ক্যাপশনে শাকিব ইস্যুতে এবার ফেসবুক ঝগড়ায় নেমেছেন বর্ষা ও অপু


বর্ষা ও অপু সঙ্গে দুজনের ফেসবুক পোস্ট। ছবি : ফেসবুক থেকে নেওয়া

দুইটি পোস্টের ক্যাপশন একই, সেটা ‘সুন্দর’। ঘটনার শুরু গতকাল রাতে।

এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ঘটনা ঘটেছে আজ সোমবার সকাল ১০টার দিকে। শাকিব খানের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস একই ক্যাপশনে ডিভিও শেয়ার করেছেন, আর সেটা বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও।

এই ঘটনার মেলবন্ধ রহস্য খুঁজতে যাদের সময় লাগছে তাঁদের জন্য, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না বর্ষার। আর সে কারণে জয়ের ভিডিও শাকিব শেয়ার করায়, বুবলীর ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেই প্রতিক্রিয়ার অপু এই ভিডিও শেয়ার করেছেন।