সেই থেকে তাকে ফলো করি : পরীমণি


বর্তমান সময়টা ভার্চুয়ালের। আড্ডা হোক কিংবা জরুরি কাজ, বাস্তবতার পাশপাশি এখন নিত্যনতুন বাস্তবতা হচ্ছে ভার্চুয়াল জগত। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই।

বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আর তাইতো এই মাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণিও এর ব্যতিক্রম নন। ফেসবুকে প্রায়ই ব্যক্তিজীবনের বিভিন্ন আনন্দঘন মুহূর্ত শেয়ার করে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন তিনি।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সঙ্গে নিজের অনুভূতিও শেয়ার করেছেন এ নায়িকা। তিনি লিখেছেন, ‘নুসরাত আক্তার লোপা, এই মানুষটাকে আমি খুঁজে বের করেছি সেই চার বছর আগে! এক রকম পাগলের মতো খুঁজতে বাধ্য হয়েছিলাম সেদিন। যেদিন শোন গো দখিনো হাওয়া’র ভিডিওটা দেখি!’

পরী আরও লেখেন, ‘তারপর হুর নুসরাতকে খুঁজে পাই ভার্চুয়ালি। গানটা আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করি তাকে ট্যাগ করে। কিন্তু আমার ভালোবাসাটুকু তার চোখ এড়িয়ে গেল ওই দিন। সেই থেকে তাকে আমি ফলো করি, তার কাজে মুগ্ধ হয়ে।’

নায়িকা যোগ করেন, ‘তার সঙ্গে আজ পর্যন্ত দেখা হয়নি আমার। কিন্তু এখন আমরা পরিচিত। চ্যাটিং হয় হুটহাট একটু আধটু। একদিন হঠাৎ দাওয়াত পাঠালেন এই ভাবে! দেখেন কি সুন্দর একটা ইনভাইটেশন আইডিয়া! আমি যেতে পারিনি কারণ রাজ্যকে তখন বাইরে নেই না। না হলে মিস হতোই না আমার। কিন্তু কাপড়গুলো তো আমি পরবোই। এর কোন মিস নেই শিওর।’

হুর নুসরাতের উদ্দেশে পরী লিখেছেন, ‘এবার থেকে আমার জ্বালা সহ্য করতে হবে। একটু ফিজিক্যালি ফিট হই দাঁড়ান। কতো ড্রেস যে করতে হবে আপনাকে! ভাবতেই কেমন খুশি খুশি লাগে আমার।’

নায়িকার ভাষ্য, ‘হুর নুসরাত, আপনি কি জানতেন আমি কতো মুগ্ধ হই আপনার কাজে? আপনার কাজে মুগ্ধতা ছড়িয়ে এ রকম বহু মানুষের হৃদয়ে রয়ে যান আপনি। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাকে।’