সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা খুব বাজে। ডাচদের করা ২২৯ রানের লক্ষ্যও পার করতে পারেনি বাংলাদেশ। সেটিও ভারতের উইকেটে। উপমহাদেশের সব উইকেটের ধরন অনেকটা কাছাকাছি, তবুও ব্যাটিং বিপর্যয়ে পড়েন বাংলার ক্রিকেটাররা। গুটিয়ে যায় মাত্র ১৪২ রানে, ম্যাচ হারে ৮৭ রানে।
নেদারল্যান্ডসের বিপক্ষে আজ বৃহস্পতিবার (১৩ জুন) আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারও মঞ্চ বিশ্বকাপ। ফরম্যাট অবশ্য আলাদা। সেটি ছিল ওয়ানডে, এটি টি-টোয়েন্টি। তবে, সেই ম্যাচ অনুপ্রেরণা জোগাচ্ছে ডাচদের। আর বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা মাথাব্যথার কারণ, তা কারও অজানা নেই।
ডাচদের বিপক্ষে ভারত বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে পড়েছিল মুড়ি-মুড়কির মতো। লিটন কুমার দাস ৩, তানজিদ তামিম ১৫, নাজমুল হোসেন শান্ত ৯, সাকিব আল হাসান ৫, মাহমুদউল্লাহ ২০—সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের ইনিংস। পাঁচজনই আছেন আজকের ম্যাচে।
আরেকটি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ নিজেদের বলছে চাপমুক্ত। ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা চাপে নেই। সাকিবের অফফর্ম নিয়েও ভাবছে না কেউ। আমরা গত কয়েকটি ম্যাচ যেভাবে খেলেছি, সেটি দারুণ। ছেলেরা পরিশ্রম করছে। আগামী ম্যাচে জয়ের প্রত্যাশা আছে। আমরা এখন যে পর্যায়ে আছি, আমার মনে হয় বাংলাদেশের সুপার এইটে যাওয়া উচিত।’
ওদিকে বিশ্বকাপে বাংলাদেশকে হারানো ম্যাচ থেকে প্রেরণা নিচ্ছে নেদারল্যান্ডস। ডাচ তারকা লোগান ফন বিক বলেন, ‘এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে আমাদের সবচেয়ে বড় ম্যাচ এটিই। বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ওয়ানডে বিশ্বকাপে তাদের হারিয়েছি। ফরম্যাট ভিন্ন হলেও আমরা জিততে চাইব। আমাদের ছেলেরা সবাই প্রস্তুত।’