মাজহারুল ইসলাম, রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: এবার কুড়িগ্রামের রৌমারী বোরো ধানের বাম্পার ফলন পেয়েছে কৃষকরা। অন্যান্য বছরের তুলনায় এবার ভালো ফলনের সাথে পাল্লা দিয়ে মূল অনেক বেশি। বতর্মান ধানের বাজার ৮০০/৯৫০ টাকা দরে ধান কেনাকাটা চলছে বলে কৃষির উপরনীর্ভশিল কৃষকদের বরাত দিয়ে জানা গেছে।
এদিকে ধানকাটা মাড়াই প্রায়ই শেষের দিকে পাশাপাশি পাট ক্ষেত আগাছা পরিস্কারের লেবার সংকটে পরেছে কুড়িগ্রামের রৌমারীর কৃষকরা। অপরদিকে এমন সময়টিতে করোনা মহামারির আতংকেও বিপাকে পরেছে কৃষকসহ ক্ষেটে খাওয়া মানুষ গুলো। একদিকে ঁজীবনযাপনের বড় চ্যালেঞ্জত রয়েছেই অপরদিকে করোনা মহামারী সংক্রমন ঠেকাতেও হিমসিম খাচ্ছে এই এলাকার সর্বস্থরের মানুষ।
এঅঞ্চলের মানুষ গুলোর একমাত্র ভরসা মাঠে ফোলানো ফসল। যার উপর নির্ভরশীল পুরো পরিবার এই মাটি খুরে যা ফলে তাদিয়েই যেন জীবনযান করে আসছে, কুড়িগ্রামের রৌমারীর প্রায় তিন লক্ষ মানুষ। কৃষি অফিস সুত্রে জানা গেছে এবার ১০ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে এবং ধানের বাম্পার ফলনও পাচ্ছেন কৃষকরা।
পাশাপাশি ভূট্্রা চাষ হয়েছে প্রায় সাড়ে তিনহাজার হেক্টর জমিতে ভূট্্রার ভালো ফলনের পাশাপশি মূল্য পেয়েছে কৃষকরা। অপরদিকে রৌমারীর পাট চাষি কৃষকরা পাট চাষ করেছেন প্রায় ৩ হাজার হেক্টর জমিতে। সবকিছু মিলে রৌমারীর কৃষকরা এই সময়টিতে খুবই ব্যস্তসময় পার করছেন তারা। এঅঞ্চলের কৃষক কৃষানীরা দমফেলার সময় পাচ্ছেনা বলে সরেজমিনে গিয়ে দেখা গেছে,কৃষকদের হালচাল।
আলগারচর গ্রামের কৃষক রবিউল ইসলাম,বিকরিবিল গ্রামের কৃষক আলহাজ¦ জয়নাল আবেদীন,রৌমারী সদর ইউনিয়নের আবুল হাসেমসহ আরো অনেকেই। তারা জানায় বর্তমান আমাদের দমফেলার সময়টুকু নেই। কারন একদিকে ধান কাটা মাড়াই শেষের দিকে, অন্যদিকে পাট ক্ষেত নিরাতে হচ্ছে,আবার অনেকের ক্ষেতে ভূট্্রা রয়েছে কখন দমফেলবো সময় নেই।
এবিষয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন এবার রৌমারীর কৃষকরা সবকটি ফসলই অন্যান্য বছরের তুলনায় এবছর লাভমান হয়েছে। ধান,পাট,ভূট্রাসহ বর্তমান এখনো কাটামাড়াইয়ের শেষ হয়নি আসা করি ১৫ দিনের মধ্যেই কৃষকের ফসল ঘরে উঠবে।