সৌদি আরবকে তিন হাজার স্মার্ট বোমা দেয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে ২৯০ বিলিয়ন ডলারের এ বিষয়ক সমঝোতা চুক্তির খবর জানিয়েছে।
যদিও সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে রিয়াদের ওপর চাপ সৃষ্টি করতেই বাইডেন অস্ত্র বিক্রি স্থগিতের কথা বলেন। কারণ যুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে সৌদি আরব মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র।
ইয়েমেনে সৌদি আরবের বোমা হামলায় বেসামরিক হতাহাতের সংখ্যা বেশি হওয়ায় মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই ক্ষুব্ধ। চলতি বছরের প্রথমদিকে রিয়াদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি আটকে দেওয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সত্ত্বেও প্রজ্ঞাপনে এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা আলোচনা শেষ হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়নি।