স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাবতলীতে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরন


বগুড়া প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে যুক্তরাজ্য মহিলাদল নেত্রী জনাবা নীলা হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়া গাবতলীর চকলা সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার খেলাধুলা-চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

 

এ উপলক্ষে গাবতলী থানা ছাত্রদল নেতা এম আর হাসান পলাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টুকু, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, বিএনপির নেতা বাবুল পাইকার, পৌর যুবদল নেতা ও কাউন্সিলর হারুনুর রশিদ হারুন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, যুবদল নেতা মুরাদ হাসান, সাগর, মুকুল, গোলজার ও রতন মন্ডল, ছাত্রদল নেতা আল হাবিব সীমান্ত ও স্বপন ইসলাম প্রমূখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার করা হয়।