স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাবতলীর উজগ্রামে ফুটবল ফাইনাল খেলা উদ্বোধন


বগুড়া প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল উদ্বোধন করা হয়েছে। দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন তোফাজ্জল মহুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় দক্ষিনপাড়া ইউপির চেয়ারম্যান ও আ’লীগ নেতা আমিনুল ইসলাম সাইফুল।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হক চৌধুরী ডাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম ধলু, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন নাননু, দক্ষিনপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য ফারুক হোসেন ও তরিকুল ইসলাম পিন্টু, আ’লীগ নেতা আলহাজ্ব তোবারক হোসেন, এনামুল হক, শহিদুল ইসলাম, ফয়ছুল আকন্দ, জিয়াউর রহমান জুয়েল, আনছার আলী, আব্দুল বাছেদ মিলন, দক্ষিনপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন মিয়া, সাধারন সম্পাদ লেমন মিয়া প্রমূখ।

 

খেলায় উজগ্রাম সিনিয়র একাদশ বনাম উজগ্রাম জুনিয়র একাদশ (বিবাহিত এবং অবিবাহিত দল) অংশ নেন। এছাড়াও অতিথিবৃন্দরা দুইভাগে ভাগ হয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশি (দড়ি) টানাটানি খেলায় অংশ গ্রহন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।