
এদিকে গোয়ায় শুটিং শুরুর সময় প্রায় নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি থাকলেও গেল ২০ সেপ্টেম্বরের পর সামাজিক মাধ্যমে কোনও পোস্ট দেননি দীপিকা। স্বামী রণবীর সিংও সবশেষ পোস্ট করেছেন ২১ সেপ্টেম্বর।
জানা গেছে, মূলত একটি বিশ্রাম ও কয়েকদিনের বিরতি নিয়ে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন দীপিকা। এদিকে শকুনও শুটিংয়ে ১০ দিনের বিরতি দিয়েছেন।
গেল বৃহস্পতিবার সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডের সঙ্গে শুট শুরু করার সময় দীপিকাকে বের ফুরফুরে মুডে দেখা যায়। একই সময়ে নাগ অশ্বিনের পরিচালনায় প্রভাসের বিপরীতে একটি ছবিও এ মুহূর্তে দীপিকার হাতে রয়েছে।