রাবি প্রতিনিধি : সৌদি আরবের সাথে আর্জেন্টিনার খেলা দেখে হতাশ হয়ে ব্রাজিলে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সনেট নামের একজন আর্জেন্টিনার সমর্থক। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকতার মাধ্যমে ব্রাজিল সমর্থক ফরম পূরণ করে এ ঘোষণা দেন ওই শিক্ষার্থী।
সমর্থক ফরমে উল্লেখ করা হয়েছে, আমি সনেট রাবি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত একজন একনিষ্ঠ আর্জেন্টাইন ফুটবলের কট্টর সমর্থক ছিলাম। কিন্তু ভ্যামোসদের গত ৩৬ বছরের শিরোপা খরা এবং অধরা বিশ্বকাপ অর্জনের অভিপ্রায়ে কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে শোচনীয় পরাজয়ে আমি মানসিকভাবে হতাশ। আর্জেন্টিনার পক্ষে ভবিষ্যতে বিশ্বকাপ জেতা সম্ভব নয়।
বাস্তবতা উপলব্ধি করতে পেরে কারও দ্বারা প্রভাবিত, প্ররোচিত না হয়ে নিঃসংকোচে নির্ভয়ে ঘোষণা করছি আজ থেকে আমি নিজেকে শৈল্পিক ফুটবলের ক্যানভাস ব্রাজিল সমর্থক হিসেবে যোগদান করলাম। ব্রাজিলীয় ফুটবলের ঐতিহ্য মর্যাদা রক্ষায় সকল পরিস্থিতিতে দৃঢ়, সতর্ক, এবং সাহসী অবস্থান গ্রহণে সচেষ্ট থাকবো
মেহেদি হাসান বলেন, সকালে খেলা নিয়ে কথা বলার সময় ছোট ভাই সনেট আর্জেন্টিনা দলের প্রতি অনিহার কথা জানায়। ব্রাজিলের খেলা দেখে মুগ্ধ হয়ে ব্রাজিল সাপোর্ট করার কথা বলে। তখন আমরা তাকে অভ্যর্থনা দেওয়ার মাধ্যমে ব্রাজিল সমর্থক গোষ্ঠীতে স্বাগত জানাই।
আর্জেন্টিনা থেকে হতাশ হয়ে ব্রাজিলে যোগ দেওয়া সনেট জাগো নিউজকে বলেন, ‘আমি অনেক আগে থেকে আর্জেন্টিনা করি কিন্তু এখন এই দলের প্রতি খুব হতাশ। আর্জেন্টিনার প্রতি ভালো প্রত্যাশা ছিলো তারা সুন্দর একটা ম্যাচ আমাদের উপহার দিবে। কিন্তু ফিফা র্যাংকিংয়ে ৫১ নম্বর দল সৌদি আরবের সাথে ধরাশায়ী খেলো তাতে আমি চরম হতাশ।
তিনি আরও বলেন, গতকাল ব্রাজিলের খেলায় যে নান্দনিকতা ফুটে উঠেছে এবং রিচার্লিসনের শর্টে গোল দেখে আমি ব্রাজিলের ফ্যান হয়ে গেছি। তাই আজ থেকে আর্জেন্টিনাকে বাদ দিয়ে ভালো লাগার কারণে ব্রাজিলে যোগ দিয়েছি।’
এদিকে সনেট ব্রাজিলে যোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা স্বাদরে গ্রহণ করেছেন তাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাজিল ফ্যানস ক্লাবে তাকে স্বাগত জানিয়েছেন।