গত ১৫ ডিসেম্বর সকাল অনুমান ৯ টার দিকে নুরুল (৯৮), পিতা-মৃত আফান আলী, গ্রামঃ বিলমাড়িয়া পাজাপাড়া। তিনি নতুন ভোটার কার্ড আনার জন্য বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে না পেয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেন।
বর্ণনা- উচ্চতা ৫ ফিট, গায়ের- রং ফর্সা, মুখে সাদা দাড়ী আছে। পরনে সাদা ও নীল চেক কালারের লুঙ্গী, আকাশী রং এর জামা ও কালো রং এর জ্যাকেট পরিহিত ছিল এবং তাহার সাথে একটি লাল গামছা ছিলো।
যোগাযোগঃ মেয়ে, শাহিনা, বিলমাড়িয়া, পুঠিয়া, রাজশাহী। মোবাইল নং-০১৭৪৭-৬৯৪৫২১।