নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে “হৃদয়ের স্পন্দন নিয়ামতপুর” ফেসবুক গ্রুপ এর সহায়তায় কম্বল গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকালে উপজেলা সদরের আরএফসি ফাস্ট ফুড কর্ণারের ৩য় তলার হলরুমে গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন হৃদয়ের স্পন্দন নিয়ামতপুর ফেসবুক গ্রুপ এর মডারেটর রেদওয়ান হক।
এ সময় মডারেটর রেদওয়ান হক জানান, আমরা সকলে ছাত্র-ছাত্রী। আমরা সকলে কিছু কিছু টাকা জমিয়ে সেখান থেকে এ শীতবস্ত্র কিনে বিতরণ করছি। আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য গরীব ও দুস্থদের সহযোগীতা করা। ইতি মধ্যে গ্রুপের সদস্যরা অসহায় মানুষদের মাঝে রক্তদান, শীতের রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছে। এ গ্রুপের প্রধান উদ্যেশ্য হলো “মানুষ মানুষের জন্য” কথাটি বাস্তবে রুপান্তরিত করাই আমাদের মূল উদ্দেশ্য।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হৃদয়ের স্পন্দন নিয়ামতপুর গ্রুপের মনিরুজ্জামান মনির (এডমিন), শাহিন আলম (এডমিন), তারিকুল ইসলাম (এডমিন), আসমা খাতুন (এডমিন), তুহিন হোসেন (মডারেটর), রুমি খাতুন (মডারেটর), মেহজাবিন তামান্না (মডারেটর), মিথিলা খাতুন (মডারেটর), রাইহান ইসলাম(মডারেটর), কামরান হোসেন (মডারেটর), মোফাজ্জল হোসেন (মডারেটর), হৃদয় হোসেন (মডারেটর), ইসিতা খাতুন, (মডারেটর), শরিফুল ইসলাম সজিব (মডারেটর),রাজ আরিয়ান শামিম (মডারেটর) প্রমূখ।
সভা শেষে গ্রুপের সদস্যরা ৫০জন গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।