সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন থানায় করা মামলার আসামি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করেছে র্যাব। মানিকগঞ্জের সিংগাইর থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় করা মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে সিংগাইর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত হেফাজতে ইসলামের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।