বিজ্ঞপ্তি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ২৪ এপ্রিল ২০২১ তারিখ ১২.০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সরমংলা এলাকায় অপারেশন পরিচালনা করে (ক) ৯২০ গ্রাম হেরোইন, (খ) ০১টি মোবাইল, (গ) ০৪টি সীমকার্ড, (ঘ) ০১টি মেমোরিকার্ড, (ঙ) ০২টি ব্যাগ
সহ এবং আসামী ১। মোঃ সাজিদ হোসেন (২৩) পিতা-মৃত নুরুল হক, মাতা-মোছাঃ শেফালী বেওয়া, সাং-টেনা, পোঃ সুলতানপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর ২। মোঃ শাহরিয়া শুভ (২১) পিতা-মোঃ রুস্তম আলী, মাতা-মোছাঃ শাহারা খাতুন, সাং-ভুমরাদহ গোড়া ধাপপাড়া, পোঃ-রিয়াজবাগ, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উক্ত ব্যক্তিদ্বয় গাজীপুর থেকে গতরাতে এসেছিল হেরোইন ক্রয় করার জন্য। হেরোইন ক্রয় করে তারা গোদাগাড়ী হতে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে র্যাবের নিকট গ্রেফতার হয়।