২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফল


নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবার (১২ জানুয়ারি) সফরত চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল ২-১ গোলে পাবনার ইশ্বরদী পিজিসিবি ফুটবল একাডেমীকে হারিয়ে সেমিতে উঠে।

 

বিজয়ী দলের সিহাব ও ময়না ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে ইমরান ১টি গোল পরিশোধ করেন। আজ সেমিতে অংশ নেবে রাজশাহীর মহান মুক্তিযুদ্ধেও চেতনায় তরুন সংঘ ও কিশোর ফুটবল একাডেমী।