২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন


নিজস্ব প্রতিবেদক: ২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সোনালী অতীত ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের উজ্জ্বল অতীত রয়েছে। সেই অতীত ফিরেয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খেলাধূলায় এখন প্রাণ ফিরেছে মহানগরীতে। প্রতিটি খেলার মাঠ এখন বিভিন্ন টুর্নামেন্টে মুখরিত। এভাবেই নানা আয়োজনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি ও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সোনালী অতীত ক্লাবের সভাপতি আশরাফ হোসেন নবাব। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনু, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ফজলে সাদাইন খোকন।

 

স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান শামসুজ্জামান রতন। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামারুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে।