পূজা হেগড়ে, ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। ২০১৬ সালে ‘মহেঞ্জোদারো’ ছবির মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন। আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় তার বিপরীতে ছিলেন হৃতিক রোশন। অভিষেকেই হৃত্বিকের সঙ্গে অভিনয়। যা তাকে বলিউডেও এনে দেয় প্রবল খ্যাতি।
এবার পূজা হেগড়ে আলোচিত ‘আচার্য’ সিনেমায় অভিনয় করছেন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জীবী। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে রাম চরণকে। আর এতে তার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ‘মুগামুদী’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করা এই পূজা হেগড়েকে।
সিনেমায় খুব বেশি সময় থাকছেন না তিনি, মাত্র ২০ মিনিট। আর এই অল্প সময় অভিনয়ের জন্য এই অভিনেত্রী নিচ্ছেন ১ কোটি রুপি। যার বাংলাদেশি মূল্যমান ১ কোটি ১৬ লাখ টাকা। নির্মাতারা এত পারিশ্রমিক দিয়েই সিনেমায় নিয়েছেন তাকে।