গোপালগঞ্জ জেলায় বাস্তবায়িত ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এ উদ্বোধন করেন তিনি। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।
শুক্রবার (৬ জানুয়ারি) দুই দিনের ব্যক্তিগত সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে সড়কপথে পদ্মা সেতু হয়ে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।
দুই দিনের সফরের শেষ দিনে তিনি আজ বিকাল ৪টায় ঢাকায় ফিরবেন।