কেরানীগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, কয়েকজন আহত


কেরানীগঞ্জে আজ শুক্রবার সংঘর্ষে আহত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ছবি : এনটিভি

রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মোজাদ্দেদ আলী বাবু বলেন, ‘সমাবেশ চলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এ সময় ইটের আঘাতে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিএনপির এ জনসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সকাল থেকেই সতর্ক অবস্থানে দেখা গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিঞ্জিরায় এ সমাবেশ চলছে। বেলা ১১টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করছেন।

চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। গত ১৩ মে সারা দেশে দলটির ৮২টি সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিরোধীদলের নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ জনসমাবেশ করছে বিএনপি।