খুলনায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু


রাপ্র ডেস্ক: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ইউনিটে উপসর্গ নিয়ে আনসার (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৩টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মাগুরা জেলার সিমা খালি এলাকার বাসিন্দা।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান ও করোনা ইউনিটের মূখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সোমবার (৪ এপ্রিল) রাত ১২ টা ৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি হয়।

৩-৪ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট থাকায় তাকে করোনা সাসপেক্টেড আইসোলেশন ইউনিটে (ফ্লু কর্ণা‌র) ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৩ টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

সূত্র: ব্রেকিংনিউজ