ঘণ্টার ব্যবধানে দুই বার কাঁপল ইন্দোনেশিয়া


ভূমিকম্পের প্রতীকী ছবি পিক্সাবের ওয়েবসাইট থেকে নেওয়া

মাত্র এক ঘণ্টার ব্যবধানে  ইন্দোনেশিয়ায় দুই বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির স্থানীয় সময়  রোববার (২৩ এপ্রিল) সকালের দিকে ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ছয় দশমিক এক ও পাঁচ দশমিক আট। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানার ঘণ্টাখানেক পরেই দ্বিতীয়টি আঘাত হানে। রিখটার স্কেলে দ্বিতীয়টির মাত্রা ছিল পাঁচ দশমিক আট। এর গভীরতা ছিল মাত্র ৪০ কিলোমিটার (২৪ দশমিক ৮৫ মাইল)।

ইন্দোনেশিয়ায় প্রায়শ ভূমিকম্প হয়ে থাকে, কারণ এটি পৃথিবীর রিং অব ফায়ারের ওপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটিতে ঘনঘন ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়। সর্বশেষ গত ১৪ এপ্রিল দেশটিতে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

একই মাসের ৩ তারিখে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে।