চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিকে ফাউন্ডেশনের খাদ্য বিতরণ অব্যহত


ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ করোনার কারণে কর্মহীন হওয়া অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শিবগঞ্জে (গুলনাহার-কশিমুদ্দীন) জি.কে ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জিকে ফাউন্ডেশনের পক্ষে শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৬’শ পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে চাল, আলু, আটা, সেমাই, চিনি, লবন ও তেল তুলে দেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

 

 জেলার কৃতি সন্তান কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের পিতা-মাতার (গুলনাহার-কশিমুদ্দীন)’র নামে গড়ে তোলা সংগঠন জি.কে ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নসহ পৌরসভায় ১২ হাজার পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে। এছাড়া বিকেলে শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৯০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, আলু, আটা, সেমাই, চিনি, লবন ও তেল তুলে দেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। 

 

শক্রবার দিনব্যাপী মোট ১৫’শ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুরুল হুদা ও ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রাব্বানী ছবি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।