চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পাগলা নদীতে পুলিশ লাশ ভেবে উদ্ধার করে দেখে জীবিত


ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ গিয়ে উদ্ধার করার পরে নিশ্চিত হওয়া যায় তিনি জীবিত আছেন। 

রবিবার (৩১ মে) উপজেলার দূর্লভপুর বেইলী ব্রীজের ৩০০ গজ দক্ষিণে পাগলা নদীতে এমন বিস্ময়কর ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাশেম জানান, রবিবার বিকেল ৫টায় আরাফাত নামের এক ব্যাক্তি ৯৯৯ নম্বরে ফোন করে পাগলা নদীতে লাশ ভাসছে এমন সংবাদ দিলে সেই সংবাদের ভিত্তিতে আমরা থানা পুলিশ ৫:৪৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নৌকা দিয়ে তাকে উদ্ধার করি।

উদ্ধারের পর তিনি জীবিত বুঝতে পেরে সেবা সুশ্রুশা করলে কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়। লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলো।

এরপর লোকটিকে থানায় নিয়ে এসে তার সাথে কিছু কথা বলে জানতে পারি সে শ্যামপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার এলাকার বাসিন্দা। পরে স্থানীয় ইউপি সদস্য ফুলচাঁন আলীকে থানায় ডেকে উদ্ধারকৃত লোকের ভাগ্নে বাবু ও ভাগ্নে জামাই আবুল কাশেমের নিকট রাত সাড়ে ৮ টার দিকে লোকটিকে বুঝিয়ে দেওয়া হয়।