পাবনায় কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি.রুহুল আমিন


পাবনা প্রতিনিধি : করোনায় যেন থমকে গেছে সবকিছু। দেশের অর্থনীতিতে পড়েছে বিরুপ প্রভাব। এবার সেই প্রভাবে দিশেহারা মাঠের কৃষক। শ্রমিকের অভাবে মাঠের পাকা ধান মাঠেই নষ্ট হতে বসেছে। করোনায় মিলছে না শ্রমিক, তাই কাটাও হচ্ছে না ধান।

এমন বাস্তবতায় সোমবার পাবনা সদর উপজেলার গাঁতী ইসলামপুরে কৃষক সোলেমান ব্যাপারীর আড়াই বিঘা জমির ধান কেটে দিয়েছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি. রুহুল আমিনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে পৌঁছে দেন।

ধানকাটায় অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ শুভ, রাজিব হোসেন, মানিক খান, ফারদিন খান মুকুল, ফয়সাল মাহমুদ পিয়াল, ফাহাদুল করিম রকি, রাতুল, ফেরদৌস, সোহান; জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক নিয়ন খান, সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু তাহের, শিষ মোহাম্মদ, দাপুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন তন্ময় প্রমূখ।

স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি. রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আমরা ধান কাটায় অংশ নিয়েছি। করোনা ভাইরাসের প্রভাবে কৃষক ধান কাটতে শ্রমিক পাচ্ছেন না। জমির ধান সময়মতো কাটতে না পারলে ক্ষতিগ্রস্থ হবেন তারা। কৃষক না বাঁচলে তো মানুষ বাঁচবে না। তাই সবাই মিলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।

এসময় তিনি নিজে ধান কাটার পাশাপাশি করোনার মহাসংকটকালে কর্মহীন শ্রমিকদের আর্থিক সহযোগীতা করেন।