পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯২ ব্যাচের পুনর্মিলন


আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি/৯২ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) দিনভর বিদ্যালয় চত্বরে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি/৯২ ব্যাচের পুনর্মিলন হয়। এদিন এসএসসি/৯২ ব্যাচের এক এক করে প্রায় সকল ছাত্র-ছাত্রী বিদ্যালয় প্রাঙ্গনে এসে জড়ো হয়। এরপর শুরু হয় তাদের অতীত বর্তমানের নানা গল্প। অনেকে আবার একে অপরের সঙ্গে নতুন করে পরিচিত হন। অনেকেই নাতি নাতনির মানুষ হয়ে গেছে, তাদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
এ সময়ে ফেনি টি টি কলেজের সহকারী অধ্যাপক কে এম আনিছুজ্জামান, পেট্রোল বাংলা, কুমিল্লার ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম,মুলাডুলি কলেজের প্রিন্সিপাল এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক, রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মোঃ বজলুর রহমান, রবিউল ইসলাম শামিল, এডভোকেট, পাবনা জজ কোর্ট, আব্দুল হালিম প্রদর্শক খিদিরপুর ডিগ্রি কলেজ।
মুনিরুজ্জামান নান্নু, প্রদর্শক, পারখিদিরপুর ডিগ্রি কলেজ, সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল মালিক ব্রাঞ্চ ম্যানেজার, অনন্যা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত আরও অনেকে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামান বাদশা দোয়া পরিচালনা করেন।