প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ভিসি’র শোক প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি: প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী, কবি, কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক এবং উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।

শনিবার (২০ জুন) এক শোক বার্তায় তাঁরা বলেন, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সিরাগঞ্জের বাসা ও আমাদের বাসা পার্শ্ববর্তী গ্রামে। বহুকাল থেকে তাঁর সাথে আমাদের সুসম্পর্ক। ভালো মানুষ ছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে কামাল লোহানী অবদান রেখেছেন। সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।

আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আতœার শান্তি কামনা করছি। একইসাথে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।