শতাধিক ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিল রাশিয়া


একজন আহত ইউক্রেনীয়কে জাপোরিঝিয়ায় চিকিৎসাসেবা দিচ্ছেন নার্স। ১৭ মে’তোলা ছবি রয়টার্সের

ইউক্রেনের ১০৬ বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) বন্দি বিনিময়ের আওতায় বাখমুত থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আট কর্মকর্তা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ইউক্রেন প্রেসিডেন্‌ট দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক মুক্তিপ্রাপ্তদের বিষয়ে বলেন, ‘তাদের প্রত্যেকে আমাদের দেশের নায়ক (হিরো)। তাদের মধ্যে অনেকে নিখোঁজ ছিল বলে মনে করা হয়েছিল। যাদের স্বজনেরা এতদিন কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন।’

এই বন্দি বিনিময়ে রাশিয়া কতজনকে ফেরত পেয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছে, দুই হাজার ৪৩০ ইউক্রেনীয়কে বন্দি বিনিময়ে মুক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩৯ জন বেসামরিকও রয়েছে।