
রবিবার (৯ জুন) বেলা ১২ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতনের নেতৃত্বে আটঘরিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ত্রি-রাস্তা মোড়ে এসে এক প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট পালন করেন।
ঘন্টা ব্যাপি এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেযর শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, আটঘরিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল প্রমুখ।
উক্ত প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।