
শনিবার(১৩ আগষ্ট) দুপুরে আটঘরিয়ার রামেশ্বরপুর পাচানিপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক জানান, ওইদিন দুপুরে মোস্তাফিজুর রহমান দিপু ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেল যোগে মুলাডুলি যাচ্ছিলেন।
এসময় আটঘরিয়া থানার এসআই একাবুর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ উক্তা স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।