‘আমি ভালো আছি মা, তুমি যে প্রাণ ভরে দোয়া দিয়ে গেছো’


মায়ের সঙ্গে আরিফিন শুভ। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ভীষণ মা পাগল ছেলে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। চলতি বছরের ২৪ জানুয়ারি মা’কে হারান এই চিত্রনায়ক। এরপর থেকেই যেন উৎসব ভুলে গেছেন তিনি।

সোমবার (১৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরিফিন শুভ লিখেছেন, ‘গত তিন দিন ধরে হঠাৎ করেই প্রেসার লো হলো। ঈদের জন্য এখনও ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ডাক্তার বন্ধুরাই পরামর্শ দিচ্ছে কী করতে হবে। সব স্টাফদেরও ছুটি ঈদের কারণে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ভাবছিলাম এই শরীর নিয়ে গাড়ি চালিয়ে মাকে একবার দেখে আসতে পারবো কি না। সকাল থেকে দুইবার কাপড় পরেও শরীর বেগতিক দেখে বের হয়নি। সন্ধ্যার আগে মনে হলো বুকের ভেতরটা কেমন করে উঠলো। ভাবলাম যা আছে কপালে। রাস্তায় বিপদে পড়লে গাড়ি সাইড করে বসে থাকবো। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছাড়া মিরপুর গিয়ে মার সঙ্গে দেখা করে বাড়িও চলে এলাম।’

এই চিত্রনায়ক নিজের মনের কথা শেষ করেছেন এই বলে, ‘মনে হলো সকাল থেকে মা একটু অভিমান করে ছিলো যে ঈদের দিন আসলি না তুই। এখন মনে হচ্ছে মা খুশি হয়েছে। আর বলছে, রাস্তায় সাবধানে দেখেশুনে যাবি। আর বলছে আমার সব শাড়িগুলোকে পাঞ্জাবি বানিয়ে ফেললি? আমি ভালো আছি মা, তুমি যে প্রাণ ভরে দোয়া দিয়ে গেছো।’

‘নীলচক্র’ ও ‘নূর’ শিরোনামে আরিফিন শুভর দুটি সিনেমা শীঘ্রই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।