আলমডাঙ্গায় প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২


আলমডাঙ্গা  প্রতিনিধি :চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খাদ্য গুদামের ২ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের কুলপালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে মেহেরপুর সদর উপজেলা বাসস্ট্যান্ড পাড়ার ইউনুছ আলী শেখের ছেলে চুয়াডাঙ্গা সদর  উপ -খাদ্য পরিদর্শক সাইদুর রহমান (৪৫) ও নজরুল  ইসলাম (৪২)কে অফিসের কাজ শেষ করে মটর সাইকেল যোগে  নিজ বাড়িতে  ফেরার পথে আলমডাঙ্গা কুলপালা হাইওয়ে  সড়কে পৌছালে সামনের  দিক থেকে আসা প্রায়ভেট কারের সাথে  মুখোমুখি  সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলে দুই  আরোহীর মর্মান্তিক ভাবে  মৃত্যু হয় এবং প্রাইভেট কারটি ভেঙ্গে দুমড়েমুচড়ে  যায়। চালক আহত হলেও স্থানীয়দের চোখ ফাকি দিয়ে  কৌশলে  পালিয়ে যায়।সংবাদপেয়ে আলমডাঙ্গা  থানা  পুলিশ দ্রুত   ঘটনা  স্থলে  পৌছে  লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আলমডাঙ্গা  থানায় অপমৃত্যু মামলা হয়েছে।