নাটোর প্রতিনিধিঃ নাটোরের একমাত্র আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে প্রায় দুই ঘন্টা এই তান্ডব করে নাটোরের গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্সটিতে। এ সময় সিনেপে¬ক্সেটির সব কিছু ভেঙ্গে তছনছ করা সহ লুটপাট করা হয়েছে কম্পিউটার,প্রজের্ক্টর ও আসবাবপত্র। এ সময় কোন আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কোন সহযোগিতা না পাওয়ার অভিযোগ মালিক পক্ষের।
মালিক আনিসুর রহমান জানান, রাতে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী স্বসস্ত্র অবস্থায় তার স্বপ্নের আনন্দ সিনেপ্লেক্সটিতে হামলা চালায়। পরে তারা দুই ঘন্টা সময় ধরে ভাংচুর ও লুটপাট করে। থানা পুলিশকে ঘটনাটি জানালেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। সন্ত্রাসীরা স্বাধীন ভাবে হামলা শেষ করে লুটপাট করে চলে যায়। এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।