চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে ২টি ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:  জেলা প্রশাসকের বাসভবনের পাশে ২টি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে।  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে টেনিস গ্রাউন্ডে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এসময় টেনিস গ্রাউন্ডে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর পর জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, টেনিস গ্রাউন্ডের পশ্চিমে পুরাতন ষ্টেডিয়ামের দিক থেকে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে ককটেলের প্রচণ্ড শব্দে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এছাড়া শহরের শান্তিমোড় মাইক্রোষ্টান্ডে আরও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রসঙ্গত, এর আগে জেলা নির্বাচন অফিস ও বিএনএমের একজন প্রার্থীর বাসভবন লক্ষ করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।