বিডি সংবাদ24.কম অনলাই ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানে দল পাঠাবে না তারা। অন্যদিকে পাকিস্তানও জানিয়ে দিয়েছে যেকোনো মূল্যে তাদের মাটিতেই হবে আসরটি। এতসব অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত সূচিও প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমন পরিস্থিতিতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম। চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে আইসিসির এই ডেলিগেট টিম পরিদর্শন করবে ভেন্যু ও দেশটির প্রস্তুতি। তবে, কবে নাগাদ পাকিস্তান ভ্রমণে আসবে প্রতিনিধি দল তা নিয়ে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও এখন পর্যন্ত নাকি আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে কোনোরকম যোগাযোগ করা হয়নি পিসিবির সঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। শুধু তাই নয়, পিসিবির সূত্র আরো জানায় পাকিস্তান সফরের আগে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে আইসিসি। ২৬ নভেম্বর আফগানিস্তান সফর দিয়ে শুরু হবে ট্রফির বিশ্ব ভ্রমণ। তবে, ভারত এখনো পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি।যেখানে স্পষ্টই ভারতের পক্ষে অবস্থান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পিসিবি ও দেশটির ক্রিকেট সমর্থকরা। এমন পরিস্থিতিতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে খবর প্রকাশ হচ্ছে।
সূত্র: দৈনিক সংগ্রাম